আত্মহত্যার চেষ্টার খবর সত্য নয় বললেন তিশা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

আত্মহত্যার চেষ্টার খবর সত্য নয় বললেন তিশা

বিনোদন ডেস্ক :
অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় এমন সিদ্ধান্ত কেন- প্রশ্ন ঘুরছে অনেকের মাথায়। এবার বিষয়টি নিয়ে তিশা নিজেই মুখ খুললেন। সামাজিক মাধ্যমে জানালেন, তার আত্মহত্যার চেষ্টার খবর সত্য নয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে তিশা লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পর কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয়, হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

 

এরপর তিনি বলেন, আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায়। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের কোন পদক্ষেপ অথবা কোনো মানুষের জন্যই নেব না।

 

তিশা বলেন, সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারো হয়তো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম উল্লেখ করে শিগগিরই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।

 

এদিকে তিশার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হাসপাতাল থেকে ফিরেছেন বাসায়।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com