সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
শাবিপ্রবি প্রতিনিধি :
আন্তর্জাতিক ইয়ুথ গণিত চ্যালেঞ্জ-২০২৩ প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
সোমবার (২০ নভেম্বব) সন্ধ্যায় শাবিপ্রবির তত্ত্বাবধায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। আমার তত্ত্বাবধানে বিগত কয়েক বছর অংশগ্রহণ করে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় এসব পদক অর্জন করেছেন। আগামীতে আশা করি এই অর্জন আরও বৃদ্ধি পাবে। যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে বলে মনে করি।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০২০-২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ইসরাত জাহান রাইসা, ২০২১-২২ শিক্ষাবর্ষের একই বিভাগের মো. নাজমুল ইসলাম।
সিলভার পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০২০-২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের সজিব দাস, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আলভি মোল্লা।
অন্যদিকে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০১৮-১৯ গণিত বিভাগের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও পদার্থবিজ্ঞানের তন্ময় ভৌমিক।
জানা যায়, এবারের আন্তর্জাতিক ইয়ুথ গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মোট ৯৮টি দেশের সাড়ে পাঁচ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে তত্ত্বাধায়ক হিসেবে ছিলেন প্রায় এক হাজার ৩শ’ শিক্ষক ছিলেন। প্রতিযোগিতাটি কোয়ালিফিকেশন রাউন্ড, প্রি-ফাইনাল ও ফাইনাল মোট তিনটি পর্বে সম্পন্ন হয়।
(সুরমামেইল/এসবিএন)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি