আমরা সামান্য আর্থিক চাপে আছি, ব্যাপার নয় : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

আমরা সামান্য আর্থিক চাপে আছি, ব্যাপার নয় : পরিকল্পনামন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না, ভয়ের কোনো ব্যাপার নয়। সব ঠিক হয়ে যাবে। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝেমধ্যে অনুভব করেন যে উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পূর্ণ করতে পারবো।

 

বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের অভিজাত এক রেস্টুরেন্টে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, হাওরের জলাভূমিতে, চরে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়িঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে। আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

 

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।

 

সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। পরিকল্পনামন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com