আ’লীগের লক্ষ্য দেশের উন্নয়ন, ধ্বংসের পায়তারায় বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

আ’লীগের লক্ষ্য দেশের উন্নয়ন, ধ্বংসের পায়তারায় বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত


কামরুল হাসান, খুলনা জনসভা থেকে :
আগুন সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন করা আর দেশ ধ্বংসের পায়তারায় নেমেছ বিএনপি-জামায়াত।

 

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনার সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

 

মানুষ খুন বিএনপি-জামায়াতের একমাত্র গুণ মন্তব্য করে সরকারপ্রধান বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে অগ্নি সন্ত্রাস করছে। তারা মানুষ পুড়িয়ে মারছে, অ্যাম্বুল্যান্সে আগুন দিয়েছে, হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এদের মধ্যে মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি না।

 

গার্মেন্টস শ্রমিকদের বেতন আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকারের আমলে বাড়েনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের কারা উসকানি দিচ্ছে তাদের খুঁজে বের করতে হবে। আমরা দেশকে এগিয়ে নিচ্ছি। কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

 

শেখ হাসিনা বলেন, আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করেছি। আমরা বৃত্তি-উপবৃত্তি দিচ্ছে, যা প্রতিবছর বাড়ানো হচ্ছে। আজকে প্রাইমারি শিক্ষার্থীদের বৃত্তি-উপবৃত্তির টাকা মায়ের নামে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে টাকা দিতে গিয়ে দেখলাম ২০ লাখ মায়ের কোনো মোবাইল ফোন নেই। পরে সেই মোবাইল ফোন আমি কিনে দিয়েছিলাম। আজকে তাদের হাতে সরাসরি টাকা যাচ্ছে।

 

এছাড়াও প্রাইমারি থেকে উচ্চশিক্ষা এমনকি পিএইচডি করবে বা তার থেকেও বেশি উচ্চশিক্ষা নেবে আমরা তার জন্যও বৃত্তি-উপবৃত্তি দিচ্ছে। প্রায় তিন কোটি ৯৪ লাখ ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে।

এর আগে, সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে তিনি সাকিট হাউস মাঠে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে তিনি উপস্থিত হন। এরপর সেখানে তিনি ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

তার আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর হাউস মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com