ওসমানীনগরে ধান ক্ষেতে থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

ওসমানীনগরে ধান ক্ষেতে থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধ নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় থানার তাজপুর ইউনিয়নের বরায়া চানপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ধান ক্ষেতের আলের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে বজ্রপাতে ওই নারীর মৃত্যু হতে পারে। তার শরীরের কালো কালো দাগ রয়েছে।

 

খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় এসআই কমলাকান্ত মালাকারের নেতৃত্বে ওসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

স্থানীয়ভাবে জানা যায়, ভিকটিম নারী একজন মানসিক ভারসাম্যহীন। রাতবিরাতে তাজপুর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে থাকেন।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সঠিক মৃত্যুর কারণ এবং মহিলার নাম ঠিকানা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com