কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ ব্যবহার করা যাবে না

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৫

কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ ব্যবহার করা যাবে না
collage
সুরমা মেইলঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৩তম একনেক সভায় বলেন,কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ ব্যবহার করা যাবে না।সারা দেশে অসংখ্য কলেজ আছে যেগুলো শুধু কলেজ হিসেবে রেজিস্ট্রেশন প্রাপ্ত। কিন্তু তারা শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করে। এখন থেকে এ বিষয়টি যেন আর না করা হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী।

একনেকপরবর্তী প্রেস ব্রিফিং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কলেজকে বিশ্ববিদ্যালয় নাম দেওয়া যাবে না। কারণ কলেজের পরিবেশ কলেজের মতো, আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের মতো।

বিশ্ববিদ্যালয় কলেজ বলে কোনো কিছু বাংলাদেশে নেই। প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষগুলো বিশ্ববিদ্যালয় কলেজ বলে আবেদন করুক। তখন শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com