কাজ পেতে সমস্যা, জন্মদিনে অমিতাভের আক্ষেপ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫

কাজ পেতে সমস্যা, জন্মদিনে অমিতাভের আক্ষেপ

amitav

সুরমা মেইলঃ বলিউডের শাহেনশাহ তিনি। যার নাম ছড়িয়ে আছে সর্বত্র।তিনি আর কেউ নন স্বয়ং অমিতাভ বচ্চন। বয়স ৭৩। কিন্তু মনে এখনও তরুণ তিনি। আজ (রবিবার) ৭৩-এ পা দিয়ে ক্যারিয়ার নিয়ে কিছুটা অন্য গল্প শোনালেন অমিতাভ বচ্চন। তার দাবি, কাজ পাওয়ার ক্ষেত্রে বয়সটা ফ্যাক্টর। ৭৩ বছর বয়সে এসে তারও কাজ পেতে নাকি অসুবিধে হচ্ছে।

চাকরিবাকরি করলে অবসরের বয়স ৬০। অমিতাভ তা পেরিয়ে এসেছেন ১৩ বছর আগেই। এখনও দিন-রাত পরিশ্রম করে শুটিং করেন। তার এনার্জি দেখে সাহস পায় নতুন প্রজন্ম।
শাহেনশার কথায়, ‘এখনও যে কাজ করতে পারছি এটা ভেবে ভাল লাগছে। যত দিন শরীরে দেবে আমি কাজ করে যাব।’

কিন্তু যার নাম দিয়েই বলিউডকে চেনা যায় সেই অমিতাভ বচ্চন বলছেন বলিউডে কাজ পেতে অসুবিধা হচ্ছে।

অমিতাভের কথায়, ‘আমার বয়সে এসে কাজ পাওয়াটা সত্যিই সমস্যার। আমার অবস্থা বাকিদের থেকে আলাদা কিছু নয়। একথা ঠিকই এ বছরে আমি পিকু, শামিতাভ, ওয়াজিরের মতো ছবি করেছি। যেগুলো আমাকে অনেক সম্মান এনে দিয়েছে। কিন্তু আলাদা কোনও চরিত্র এখন আর পাই না।’

আসন্ন টেলিভিশন শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ নিয়ে খুবই আশাবাদী অমিতাভ। বহুদিন পর পছন্দের চিত্রনাট্য পেয়ে আবারো ছোটপর্দায় ফিরতে রাজি হয়েছেন তিনি। বড় পর্দায় পছন্দের কাজ না পেয়েই কি আবার ছোটপর্দার জার্নি শুরু? খোলসা করেননি ‘অ্যাংরি ইয়াং ম্যান’।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com