সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে এক প্রবাসীর বাড়িতে অস্ত্র হাতে মুখোশধারী দুর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামের আব্দুস সালামের পুত্র বাহরাইন প্রবাসী এনামুল হক জানান, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজন শুয়ে পড়েন। রাত ৩টার দিকে প্রথমে তার পাকা বসত ঘরের কেসি গেইটের তালা ভেঙে ঘরের একটি কক্ষের কাঠের দরজা সাবল দিয়ে ভাঙ্গার শব্দ শুনে দরজা চেপে ধরে শোর চিৎকার শুরু করলে ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সহ তার বৃদ্ধ পিতা আব্দুস সালামকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গলা, কান থেকে স্বর্ণের দুল ও হাতের বালা কেড়ে নেয় ও ঘরে থাকা আলমিরা সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে দুর্বৃত্তরা।
প্রবাসী এনামুল হক জানান, দুর্বৃত্তদের ছিল মুখোশধারী। একজনের হাতে লম্বা বন্দুক ছিল, অন্যদের হাতে ধারালো চাকু ও রড ছিল। প্রাণে হত্যার ভয় দেখানোর পর দুর্বৃত্তরা তাকে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে দেওয়ার জন্য বলে। প্রবাসীর অভিযোগ দুর্বৃত্তরা ৪ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা সহ ৩টি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে প্রবাসীর শোর চিৎকারে আশপাশের লোকজন আসেন।
ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করার পর থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ একদল পুলিশ নিয়ে গতকাল রবিবার দুপুরে প্রবাসী এনামুল হকের বাড়িতে যান এবং ঘটনাটি পরিবারের সদস্যদের কাছ থেকে জানেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য কুহিনুর আহমদ এবং সাবেক ইউপি সদস্য সেলিম চৌধুরী এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এনামুল হক দীর্ঘদিন থেকে বাহরাইন ছিলেন। দেড় মাস আগে দেশে ছুটিতে এসেছেন। তার বসত ঘরের মালামাল তছনছ সহ স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, কাড়াবাল্লা এলাকায় দীর্ঘদিন থেকে এ ধরনের কোন ঘটনা ঘটেনি, যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।
থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ জানান, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ স্যারের নির্দেশে তিনি প্রবাসী এনামুল হকের বাড়িতে যে ঘটনাটি ঘটিয়েছে তা পরিদর্শন করেছেন। আরো তদন্ত করে ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় প্রবাসী এনামুল হকের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
(সুরমামেইল/এমআর)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি