কাব্যের ফুল সুকান্ত

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

কাব্যের ফুল সুকান্ত

সুনির্মল সেন :
মানব ধরায় জন্ম নিলো বাঙালি এক সন্তান,
যার কাব্যের ভাষা সমুদ্র তেজের সমান।
জীবন খুব সংক্ষিপ্ত, তাঁর ছিলো অজস্র দুঃখ,
হৃদয় কিন্তু সুক্ষ, ব্যাথা ভরা তাঁর বক্ষ।

ভেবেছিলো জীবনে রাখবে না কোনো দুঃখ,
শুধু চাইতো দু’হাত মিলে সঞ্চয় করবো সুখ্।
পার হয়ে এসেছিলো দীর্ঘ ঊনিশটা বৎসর,
দুঃখ আঁকড়ে ধরে খুঁজেছিলো সুখের বাসরঘর।

বারো বছরে হতে হয় যাকে মা-মাতৃহারা,
ভারতবর্ষ কবে স্বাধীন হবে এই ছিলো চিন্তাধারা।

জীবন সে পেয়েছিলো শুধু একুশটি বসন্ত,
কাব্যের ফুল ফুটিয়েছিলো কিশোর কবি সুকান্ত।

কুহু-কুকিলের ডাকে ঘুম ভেঙেছিল ঘুমন্ত বাংলার,
ভোরের বার্তা নিয়ে এসেছিলে রাতের ক্লান্ত রানার।
বিশ্বকবি রবির আকাশে তুমি যে রজনীকান্ত,
তোমার সৃষ্টির রয়ে যাবে আগামী যুগ-যুগান্ত।

পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি দেখেছিলে কালোরাত,
জন্মের পরই পেয়েছিলে শুধু এ দেশের পদাঘাত।
দিয়াশলাইর কাঠি তোমার স্পর্শে হয়েছিলো দাবানল,
পুড়ে ছাই হয়ে গিয়েছিলো ব্রিটিশ স্বার্থপরের দল।

অন্তরে এত আগুন নিয়েও বাইরে সৌম্যশান্ত,
কাব্যের ফুল ফুটিয়ে দিলে বিপ্লবী কবি সুকা্ন্ত।
বাঁচতে চেয়েছিলে সবুজ সুফলা সুন্দর এ ভুবনে,
যক্ষা নামক ভয়ার্ত অসুখ তোমায় নিয়ে গেল অকালে।

কাব্যের ফুল সুকান্ত, তোমার গান কথা অফুরন্ত,
মৃত্যু দিবসে শ্রদ্ধা! তুমি যে ছিলে ব্রিটিশের আতংক।

লেখক : কবি ও সাংবাদিক


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com