কাশ্মীরে পর্যটকবাহী নৌকায় আগুন: ৩ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

কাশ্মীরে পর্যটকবাহী নৌকায় আগুন: ৩ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে শনিবার (১১ নভেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পর্যটকবাহী এই নৌকায় আগুন লেগে অন্তত ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরেই মৃতদেহগুলো পাওয়া যায়। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে থাকা তিন পর্যটক বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

উল্লেখ্য, পর্যটন নগরী কাশ্মীরে এই মৌসুমে অনেক বাংলারদশিই ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে থাকেন। দোরগোড়ায় শীত কড়া নাড়লেই ভ্রমণপ্রেমীরা ছুটে যান ভূস্বর্গখ্যাত জম্মু-কাশ্মীরে। আর এর মধ্যেই ঘটলো ভয়ঙ্কর ঘটনা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com