গলায় ফাঁস দিয়ে প্রতিবন্ধী কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

গলায় ফাঁস দিয়ে প্রতিবন্ধী কিশোরীর আত্মহত্যা

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির দ্বীপ এলাকা ইসলামপুরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে এক প্রতিবন্ধী কিশোরীর আত্মহত্যা করেছে। নিহতের নাম তানিয়া আক্তার বৃষ্টি প্রকাশ মিনু (১৪)। রোববার (২১ মে) দুপুরে এঘটনা ঘটে।

 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাঙামাটির দ্বীপ এলাকা ইসলামপুরে রোববার দুপুরে নিজ ঘরের ডাশার সাথে গলায় ওড়নার পেচিয়ে ফাঁস দিয়ে এক প্রতিবন্ধী কিশোরী আত্মহত্যা করেছে। নিহত তানিয়া আক্তার বৃষ্টি প্রকাশ মিনু রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় মো: রফিকুল ইসলাম’র মেয়ে।

 

নিহতে পরিবার জানায়, অভিমানি এ কিশোরী পরিবারের অন্যান্য সদস্যদের অলক্ষ্যে গলায় ওড়না পেচিয়ে ঘরের ডাশার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

সুরতহাল তৈরিকারী এসআই তানভীর হোসেন জানান, নিহত কিশোরী আত্মীয় স্বজন অভিমানে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করছে। তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাবে না।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপমৃত্যু মামল প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com