গুগল চালু করলো বাংলা নিউজ সার্ভিস

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৫

গুগল চালু করলো বাংলা নিউজ সার্ভিস

google-news

সুরমা মেইলঃ ইয়াহুর পর এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল চালু করলো বাংলা নিউজ সার্ভিস। কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চালু হলো এই সেবা। (http://news.google.com) এই ঠিকানায় গিয়ে ড্রপডাউন বক্স থেকে ‘বাংলাদেশ (Bangladesh) সংস্করণ’ সিলেক্ট করলেই বাংলায় খবর পড়া যাবে।
অবশ্য ইংরেজি, হিন্দি, পর্তুগিজ, কানাডীয় ইংরেজি, আরবি, ফার্সি, উর্দুসহ বিশ্বের জনপ্রিয় ভাষাগুলোয় সংবাদ পরিবেশনের সেবা অনেক আগে থেকেই দিয়ে আসছে গুগল।
গুগল নিউজের বাংলা সংবাদগুলো বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টাল থেকে সংশ্লিষ্ট লিংকসহ বাছাই করা। এতে সেরা খবর, বিশ্ব, বাংলাদেশ, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন এবং খেলাধুলা ক্যাটাগরি রয়েছে।
গুগলের সংবাদ নির্বাচন বিষয়ে গুগল জানিয়েছে, এই পৃষ্ঠায় গল্পগুলোর নির্বাচন এবং স্থান নির্ধারণ একটি কম্পিউটার প্রোগ্রাম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়েছে। যখন কোনো নিবন্ধ Google News এ যোগ করা বা আপডেট করা হয় তখন সময় বা তারিখটি প্রদর্শিত হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com