সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫
সুরমা মেইলঃ প্রযুক্তির বাজারে ক্রমশ স্থান হারানো নোকিয়া এবার দারুণ চমক নিয়ে ফিরছে ! একটা সময় ছিল যখন মোবাইল ফোন বলতে প্রথমেই মাথায় আসতো নোকিয়ার নাম। তারপর স্মার্টফোনের বিপ্লবে প্রতিযোগিতার বাজারে ক্রমেই পিছিয়ে পড়া। এরকম পরিস্থিতে নোকিয়া ঘুরে দাঁড়াতে সব নানাভাবে প্রস্তুত হচ্ছে, তা সবারই কম-বেশি জানা। কিন্তু এই তীব্র প্রতিযোগিতার বাজারে নোকিয়া আলাদা কী দেবে? নোকিয়া ফিরছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। হ্যাঁ, নোকিয়ার নয়া স্মার্টফোনের বিশেষত্ব হতে চলেছে ওই ক্যামেরা।
খুব শিগগিরই মাইক্রোসফট-এর সঙ্গে নোকিয়ার ফোন বিভাগের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তারপর আগের মতোই স্বাধীনভাবে স্মার্টফোন বাজারে আনবে নোকিয়া। ২০১৬ সালে সেই নয়া ফোনে ছেয়ে যাবে বাজারে। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হবে বলেই জানা গিয়েছে।
নয়া ফোন সম্পর্কে সংস্থা সূত্রের খবর, নতুন স্মার্টফোনটি দেখতে অনেকটা লুমিয়া ১০২০ মডেলের মতো। স্মার্টফোনের যাবতীয় ফিচারের সঙ্গেই থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। অর্থাত্, নোকিয়ার ওই ফোনের ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাকেও ছাড়িয়ে যাবে বলে দাবি। ৫ ইঞ্চির ডিসপ্লের মোবাইলটিতে থাকছে ৬ জিবি র্যাম। বাকি ফিচারগুলি ফোন লঞ্চ করার দিন জানাবে নোকিয়া। ফোনটির দাম সম্পর্কে এখনই জানাতেও নারাজ সংস্থাটি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি