সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫
সুরমা মেইল : রাজধানীর রামপুরা বিটিভি ভবনের বাঁ দিকে যে গলি চলে গেছে, ওটা ধরে একটু এগোলেই কুঞ্জবন এলাকা। ওখানে গিয়ে শুধু নাম বলার অপেক্ষা, ছেলে-বুড়ো সবাই আঙুল তুলে দেখিয়ে দেবে, ‘ওইখানে মোশাররফ করিম থাকেন।’
দীর্ঘদিন ধরে ওখানকার একটি ছয়তলা ভবনের দোতলায় থাকেন মোশাররফ। আনুমানিক কতো বছর হবে? ‘সাত বছর’- উত্তর দেন তার সহধর্মিনী রোবেনা রেজা জুঁই। সাত বছরের স্মৃতি বয়ে নিয়ে তারা রামপুরা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। চলে যাচ্ছেন উত্তরা। সেখানকার রানাভোলায় নতুন ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় এই অভিনেতা। গোছগাছ প্রায় শেষ। মাঝে মধ্যে থাকাও শুরু করেছেন।
রামপুরা এলাকা ছেড়ে যেতে মোশাররফ-জুঁই দু’জনেরই খারাপ লাগছে। কতো স্মৃতি এ এলাকা ঘিরে! জুঁই বলছিলেন, ‘বিয়ের পর আমরা রামপুরার উলোনে থাকতাম। সেই বাড়িতেই রায়ানের (মোশাররফ-জুঁই দম্পতির ছেলে) জন্ম। ওর বয়স যখন পাঁচ মাস, তখন আমরা কুঞ্জবনের এ বাড়িতে আসি। সেই থেকে সাত বছর ধরে এখানেই।’ যোগ করলেন, ‘এ এলাকাতেই আমাদের সব আত্মীয়-স্বজন। মুদি দোকানদার থেকে শুরু করে, সবার সঙ্গে সম্পর্ক এতো ভালো! ছেড়ে যেতে কষ্টই হচ্ছে।’
তবে এখনই রামপুরা ছাড়ছেন না মোশাররফ। তার ভাতিজি ইম্পেরিয়াল কলেজে প্রথম বর্ষে পড়ছেন। চাচার সঙ্গেই থাকে সে। জুঁই বলছিলেন, ‘ওর তো ক্লাস থাকে। এখনই উত্তরা চলে গেলে ক্লাস করতে সমস্যা হবে। সামনের বছরের মাঝামাঝি আমরা স্থায়ীভাবে উত্তরা থাকতে শুরু করবো।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি