জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতির জন অ্যাশে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এ ব্যাপারে আদালতে পেশ করা নথিতে বলা হয়, জন অ্যাশে ২০১৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ম্যাকাউয়ে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে ঘুষের বিনিময়ে তিনি চীনা নির্মাণ ব্যবসায়ী এনজি ল্যাপ সেঙকে সামনে নিয়ে এসেছিলেন।
জন অ্যাশের বিরুদ্ধে অভিযোগে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক এই প্রেসিডেন্ট ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সাল পর্যন্ত এনজি ল্যাপ সেঙ ছাড়া আরও চারজনের কাছ থেকে ঘুষ নেন। ঘুষ হিসেবে অ্যাশে রোলেক্স ঘড়ি, বিএমডব্লিউ গাড়ি, অভিজাত স্যুট ও নিজ বাড়িতে বাস্কেটবল কোর্ট বসানোর ব্যবস্থা নিয়েছিলেন। এর বিনিময়ে তিনি এনজি’র হয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে সুপারিশ করেছিলেন।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এক প্রতিক্রিয়ায় জানান, এ তথ্য শুনে তিনি মর্মাহত ও বিব্রত বোধ করছেন।
জন অ্যাশ অ্যান্টিগা ও বার্বুডার প্রতিনিধি হিসেবে ২০১৩-২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন।
গত মাসে নিউইয়র্ক থেকে নির্মাণ মোগল হিসেবে পরিচিত এনজি ল্যাপ সেঙকে আটক করা হয়। ৪৫ লাখ ডলারেরও বেশি অর্থ পাচারের অভিযোগে তাকে সে সময় কারাগারে পাঠায় আদালত।