সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫
সুরমা মেইলঃ আগামী ৪ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউডের ‘কামুক ঘৃণা’ সিরিজের তৃতীয় সংস্করণ ‘হেট স্টোরি থ্রি’ ছবিটি। এর আগে মুক্তি পায় ছবির ট্রেইলারসহ দুটি গান। ট্রেইলারসহ দুটি গানই যৌনতায় ঠাসা। সেগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতেও। আর ছবিটিতে দুঃসাহসিক যৌন আবেদন ছড়িয়েছেন দুই অভিনেত্রী জেরিন খান ও সালমান খানের ‘জয় হো’ ছবির নায়িকা ডেইজি শাহ।
আবেদনময়ী হিসেবে বলিউডে জেরিন খানের পরিচিতি বেশ আগে থেকেই। সেই পরিচিতিটাকেই হয়তো আরও একটু পাকাপোক্ত করে নিতে যাচ্ছেন তিনি। হেট স্টোরি থ্রি-তে তিনি উপস্থিত হয়েছেন একেবারে হট অবতারে। জেরিন খানের এই সাহস বিক্রি করেই বক্স অফিস উতরাতে চান প্রযোজক-পরিচালকরা। মুক্তির আগে অভিনেতারা এখন তাই ব্যস্ত ছবির প্রচারে।
ছবির পরিচালক বিশাল পান্ডের দাবি, ঘনিষ্ঠ দৃশ্য ও থ্রিলারের বিষয়ে বলিউডের সব সিনেমাকে হারিয়ে দেবে হেট স্টোরি থ্রি। ছবির ট্রেইলার ও গানে দেখা গেছে ডেইসি শাহ, জেরিন খানরা সত্যি অনেকটা সাহসী চরিত্রে অভিনয় করেছেন। সেই সাহসের পারদটা কতদূরে গেছে তা ছবি মুক্তি না পেলে ঠিক বোঝা যাবে না।
জেরিন তো ইতিমধ্যে ঘনিষ্ঠ মহলে বলেই বেড়াচ্ছেন, সিনেমায় দেখানো তার সাহসটা নাকি একটু বেশিই হয়ে গেছে। সাহসী দৃশ্যে জেরিনের উপস্থিতি পুরোনো হলেও ডেইজি শাহ এ লাইনে প্রথম। সালমানের বিপরীতে জয় হো ছবির মাধ্যমে এই সেদিন বলিউডে অভিষেক তার। মজার ব্যাপার হচ্ছে, সালমানই নাকি এমন সাহসী চরিত্রে অভিনয় করতে উদ্বুদ্ধ করেছেন তাকে। এমনটা জানিয়েছিলেন ডেইজি নিজেই। হেট স্টোরি থ্রি-তে জেরিন-ডেইজি ছাড়াও অভিনয় করেছেন ‘থ্রি ইডিয়ট’ তারকা শারমান জোসি ও করণ সিং গ্রোভার।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি