ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কানাই রায (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

 

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মৃত. বীরেন চন্দ্র রায়ের ছেলে।

 

জানা যায়, মীরডাঙ্গী থেকে পশ্চিম বনগাঁও যাওয়ার পথে ভন্ডগ্রাম নামক স্থানে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে অন্ধকার থাকায় কিসের সাথে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com