সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
তাহিরপুর প্রতিনিধি :
অপহরণের পর মুক্তিপণের জন্য দাবি করা টাকা না দেওয়ায় শিশু তোফাজ্জল হোসেনের (৭) বস্তাবন্দি মরদেহ পাঠানোর মামলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সারোয়ার হাবিব রাসেল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাশতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও শিশু তোফাজ্জল হোসেনের খালাতো ভাই।
মামলার রায়ের সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার বাশতলা গ্রামের গত ২০২০ সালের ৮ জানুয়ারি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তোফাজ্জল হোসেন বিকালে নিখোঁজ হয়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরদিন নিখোঁজ শিশু তোফাজ্জলের একটি জুতা ও একটি চিঠিতে ৮০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে চিঠিটি শিশুটির বাড়ির সামনে রেখে যায়। এর দুদিন পর ১১ই জানুয়ারি ২০২০ সালে শিশু তোফাজ্জলের একটি বস্তাবন্দি মরদেহ আসামির বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। পরে নিহত শিশুর বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচারকার্য শেষে আদালত মঙ্গলবার আসামি সারোয়ার হাবিব রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
(সুরমামেইল/এমএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি