সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৫
সুরমা মেইলঃ কথায় বলে হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে৷ ভারতীয় দলের ওয়ানডে ও টি-২০ ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিরও ঠিক এই অবস্থাই হয়েছে৷ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে তিনম্যাচের টি-২০ সিরিজ ২-০ হারার পরে টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্টবোলার অজিত আগারকার সমালোচনায় মাতলেন৷ ধোনিকে স্ক্যানারের নীচে আনার সময় হয়েছে নির্বাচকদের৷ এমনটাই মত তাঁর৷
ধোনির সমালোচনা করে আগারকার বলছেন,‘ ধোনি সবসময় বলে ফাস্টবোলার হওয়ার দরকার নেই, ভালো বোলার হলেই চলবে৷ কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ফাস্টবোলাররাই ম্যাচের রঙ পাল্টে দিতে পারে৷ ধোনির এই প্র্যাকটিকাল থিওরি এখন আর দলের কাজে আসে না৷ নির্বাচকদের এবার ধোনিকে নিয়েও ভাবা উচিৎ৷ ও উমেশ যাদবের মতো একটা ধারাবাহিক বোলার কে ব্যবহার করলো না এই ফরর্ম্যাটে৷ অথচ উমেশ সবসময় লাইন আর লেন্থেই বল করে যায়৷’ ধোনির ব্যাটিং অর্ডার নিয়েও বিঁধলেন প্রাক্তন ভারতীয় পেসার৷ আগারকার বলেছেন, ‘ধোনি নিজে চার নম্বরে ব্যাট না-করে রাহানেকে কেন পাঠাচ্ছে না? আমার মনে হয় বিরাট কোহলির নেতৃত্বে ভারত দারুণ ভাবে এগিয়ে চলেছে৷ ধোনির বদলে বিরাটকেই সব ফরর্ম্যাটে অধিনায়ক করে দেওয়া উচিত৷ সবাই জানে ধোনি ভারতকে অতীতে অনেক সাফল্য এনে দিয়েছে৷ কিন্ত কেউ চাইবে না যাতে ও দলের বোঝা হয়ে যাক৷’
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি