সিলেট ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩
বিনোদন ডেস্ক :
শোবিজের রঙিন দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এরপর মনোনিবেশ করেন ধর্মে। সবশেষ গত বছরের ২৭ মে ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সানাই। কিন্তু একবছর পূর্ণ না হতেই ভাঙনের সুর সেই সংসারে।
বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন আলোচিত এ মডেল। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে তাকে। আর বিচ্ছেদের দিকে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ার ভয়ও পাচ্ছেন সানাই। কারণ এখন তিনি আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করতে পারবেন না।
বুধবার বিকেল ৫টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এসব কথা জানান সানাই।
তিনি আরও লেখেন, ‘এখন আমার কি করা উচিত, আপনারাই বলেন? এখন আমি ডিসিশন নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, তাহলে আমি অবশ্যই কাজ করবো। আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় অতটুকুই করবো। আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেজের ইনবক্সে।’
সবশেষ তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করবো। আমার বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’
(সুরমামেইল/এমকেএইচ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি