পা ছাড়াই সুপারমডেল হয়ে বিশ্বকে চমকে দিয়েছে যে নারী

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৫

পা ছাড়াই সুপারমডেল হয়ে বিশ্বকে চমকে দিয়েছে যে নারী

news_picture_25018_supermodel-copy

সুরমা মেইলঃ জন্ম থেকে দুই পা নেই তার। তবু থেমে থাকতে চাননি তিনি। এই চলতে চাওয়ার ইচ্ছা আর মনোবলের জোরেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে সুপার মডেল হয়ে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। অনন্যা এই মেয়ের নাম সেসর। আপাতত তাঁর নামই ঘুরছে লোকের মুখে মুখে।

 ২৩ বছরের সেসরের জন্ম থাইল্যান্ডে। জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু মেয়ের বাবা-মা তাকে রাস্তায় ফেলে চলে যান। এরপর শিশু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মারিয়ান সেসর নামের এক দম্পতি। সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ মেয়েকে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com