প্রতারণা মামলায় গ্রেপ্তার নোবেল এক দিনের রিমান্ডে

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

প্রতারণা মামলায় গ্রেপ্তার নোবেল এক দিনের রিমান্ডে

বিনোদন ডেস্ক :
প্রতারণা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে একদিনের রিমান্ডে পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ মে) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে এ আদেশ দেন।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় সকালে নোবেলকে গ্রেপ্তার করে ডিবি।

 

মামলা সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জের একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য টাকা নিয়েও সেখানে যাননি গায়ক নোবেল। গত ১৬ মে এই অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬–এর মো. সাফায়েত ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলা করেন।

 

এরপর ১৭ মে আদালত অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেন। আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

এদিকে নোবেলকে তালাক দেওয়া স্ত্রী সালসাবিল বিকালে ডিবি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, নোবেল মাদকাসক্ত হয়ে পড়েছেন। তাকে একজন নারী এয়ার হোস্টেজ মাদক সরবরাহ করেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com