সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান হাসপাতাল আশ-শিফা’সহ বেশ কয়েকটি হাসপাতালে আগ্রাসন চালিয়েছে ইসরাইলি সেনারা। এসব হাসপাতালে ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও কামানের গোলাবর্ষণে প্রচুর ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
দখলদার ইসরাইলি সেনারা হাসপাতালগুলো খালি করে ফেলার নির্দেশ দিয়ে এসব চিকিৎসা কেন্দ্রে আরো ভয়াবহ হামলা চালানোর হুমকি দিচ্ছে। তবে এসব হুমকি উপেক্ষা করে আশ-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেছেন, হাসপাতালের সকল স্টাফ ‘জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত’ রোগীদের সেবা দিয়ে যাবেন।
ওদিকে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র মহা পরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেছেন, গাজার হাসপাতালগুলোর দুর্দশা ‘অকল্পনীয় পর্যায়ে’ চলে গেছে। তিন আবারো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন।
হাসপাতালে হামলা চলবে: ইসরাইলি সেনাদের হুমকি
ওদিকে ইসরাইলি বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, হামাস যোদ্ধারা হাসপাতালগুলো থেকে তাদের ওপর হামলা চালাচ্ছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, হামাস এ কাজ অব্যাহত রাখলে ‘আমাদের যা কিছু করা প্রয়োজন তা করব।” তবে হামাস ও জিহাদ আন্দোলনের প্রতিরোধ যোদ্ধারা শুরু থেকে তাদের প্রতিরোধের কাজে হাসপাতালগুলোকে ব্যবহার করার ইসরাইলি অভিযোগ নাকচ করে এসেছেন।
স্কুলে বিমান হামলায় ৫০ ফিলিস্তিনির শাহাদাত
এদিকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বর্বর ইসরাইলি সেনাদের পাশবিক বিমান হামলা অব্যাহত রয়েছেন। গতকাল (শুক্রবার) গাজা সিটির আল-বুরাক স্কুলে আশ্রয় গ্রহণকারী নিরীহ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার সেনারা। এতে অন্তত ৫০ ফিলিস্তিনি শহীদ হন যাদের বেশিরভাগ নারী ও শিশু।
এছাড়া, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিম প্রান্তে ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন এবং মধ্য গাজার আল-বারিজ শরণার্থী শিবিরে আরো তিন ফিলিস্তিনি শাহাদাতবরণ করেন।
২ দিনে উত্তর গাজা ছেড়েছেন ২,০০,০০০ ফিলিস্তিনি: ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলি সেনারা বলেছে, তাদের নির্দেশ পালন করে গত দুই দিনে অন্তত এক লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকার উত্তর অংশ ছেড়ে দক্ষিণ অংশে চলে গেছেন। উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনিদেরকে দক্ষিণ অংশে চলে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে দখলদার বাহিনী।
তবে ফিলিস্তিনি যোদ্ধারা এই আহ্বানে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলছেন, একবার ঘরবাড়ি ছেড়ে গেলে সেসব আর তারা ফেরত নাও পেতে পারেন। তারা আরো বলেছেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠালগ্নের মতো করে ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে। এছাড়া, লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় গিয়ে কোথায় উঠবেন বা কী খাবেন সে প্রশ্নেরও কোনো উত্তর দখলদার সেনাদের কাছে নেই।
৭ অক্টোবরের হামলায় নিহতদের সংখ্যা ২০০ কমিয়ে দিল তেল আবিব
ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আল-আকসা তুফান অভিযানে তাদের ১,৪০০ লোক নিহত হয়েছে বলে এতদিন বলে আসলেও শুক্রবার ওই সংখ্যায় পরিবর্তন এনেছে। তারা নতুন করে দাবি করেছে, ওই দিনের অভিযানে ১,২০০ ইসরাইলি নিহত হয়েছে। বাকি ২০০ ছিল প্রতিরোধ যোদ্ধাদের লাশ। সূত্র : পার্সটুডে।
(সুরমামেইল/এমকেএইচ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি