সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া সুবর্ণা আক্তারের বাবা আব্দুল লতিফ জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও চৌধুরী বাড়ি এলাকায় তাদের বাড়ি। তার মেয়ে সুবর্ণার (১৮) সঙ্গে প্রায় এক মাস আগে গত ৯ অক্টোবর রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকের ছেলে নাদিমের (২৫) বিয়ের কাবিন হয়।
৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে প্রাইভেটকার যোগে বর পক্ষ কনেকে নিয়ে রূপগঞ্জে বরের বাড়িতে যাচ্ছিল। পথে উপজেলার রসুলপুর গেলে দুটি সিএনজি অটোরিকশা বরের গাড়ি সামনের দিক থেকে গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই টেকপাড়া এলাকার হাতেম আলীর ছেলে মোফাজ্জল (২৪), জামাল উদ্দিনের ছেলে আলমগীর (২০), ইসমাইল মেম্বারের (ইউনিয়ন পরিষদের সদস্য) ছেলে রাকিবসহ (১৯) সাত থেকে আটজন পিস্তল, চাপাতি, ছুরি নিয়ে বর নাদিম ও বরযাত্রীদের ওপর হামলা চালায়। তাদের পিটিয়ে নববধূ সুবর্ণাকে জোর করে সিএনজি অটোরিকশায় তুলে মাধবদীর দিকে চলে যায়। এ সময় বর নাদিমসহ বর পক্ষের পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার রাতে কনের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নববধূ সুবর্ণাকে উদ্ধারে ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, মেয়েটির সঙ্গে মোফাজ্জলের প্রেমের সম্পর্ক ছিল। হয়তো এ কারণে ছেলেটি তাকে নিয়ে পালিয়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি