ভারতে পাচারের সময় ইলিশভর্তি ট্রাক আটক

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

ভারতে পাচারের সময় ইলিশভর্তি ট্রাক আটক

index

সুরমা মেইলঃ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ১৫শ’ কেজি ইলিশ ভর্তি একটি ট্রাক আটক করেছে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,    গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে আলিপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটির গতিরোধ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে তারা ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫শ’ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com