ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি বাড়ির ওপর বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

 

সোমবার (৮ মে) এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

 

কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন।

 

এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

 

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করান।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com