ভোট চাইতে মাঠে নায়িকা মৌসুমী

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৫

ভোট চাইতে মাঠে নায়িকা মৌসুমী

Mowsumi

 

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ক’দিন পরই নির্বাচন তাই দলের প্রচারণায় নেমেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার দলীয় প্রতীক কবুতর। ভোট চাইতে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন তিনি। চলছে জনসভা। মিছিল-মিটিং।

তবে বাস্তবে নয়, অভিনয়ে। বিজয় দিবসে প্রকাশ পেয়েছে নির্মাতা দিলশাদুল হক শিমুলের চলচ্চিত্র ‘লিডার’র প্রথম গান। ‘বঙ্গবন্ধু হও আবার’ শিরোনামে গানের তালে দেখা মিলল রাজনৈতিক মৌসুমীর। প্রিয়দর্শিনী এই নায়িকাকে এমন চরিত্রে খুব একটা দেখা যায়নি। ২০১৬ সালের মুক্তি পাবে ছবিটি।

ছবিটিতে মৌসুমী ছাড়া আরো অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খানসহ অনেকে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে প্রকাশ হয়েছে দিলশাদুল হক শিমুলের প্রামাণ্য চলচ্চিত্র ‘সুলতান’। এর বিষয়বস্তু বরেণ্য চিত্রনির্মাতা তারেক মাসুদ। ইতোমধ্যে চলচ্চিত্রটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নির্মাতা এখনো ‘সুলতান’-এর প্রদর্শনী চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com