মাধবপুরে ৪ শিশুকে বেঁধে নির্যাতন, তোলপাড়

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

মাধবপুরে ৪ শিশুকে বেঁধে নির্যাতন, তোলপাড়

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে আক্তার হোসেন নামে এক অটোরিকশা (সিএনজি) চালকের বিরুদ্ধে ৪ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন অভিযুক্ত আক্তার হোসেন।

 

রোববার (২৮ মে) সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে শনিবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার বৈষ্ণবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ওই গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন পেশায় একজন সিএনজিচালক। তিনি শনিবার সন্ধ্যায় তার ব্যবহৃত সিএনজিটি বাড়ির পার্শ্ববর্তী স্থানে রেখে বাড়িতে যান। এ সময় একই গ্রামের শিশু আলামিন, ইয়াসিন, শ্রাবণ ও সাগর অটোরিকশায় উঠে খেলা করে এবং আম খায়। এ সময় তারা আমের ছোলা গাড়িতে ফেলে দেয়। পরে ওই চালক গাড়িতে এসে বিষয়টি দেখেন এবং এতে তার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে শিশুদের রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

 

পরবর্তীতে স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে ওই শিশুদের গাড়ি ঠিক করার জন্য দুই হাজার টাকা জরিমানা করে দেন। যদিও রোববার সকালে শিশুদের নির্যাতনের দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

 

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। মাধবপুর থানাকে বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও শিশুদের প্রাথমিক কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে।

 

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com