মুজিব বাংলা-বাঙালির ত্রাতা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

মুজিব বাংলা-বাঙালির ত্রাতা

সুনির্মল সেন :
তোমার চোখে বিশ্ব দেখি
এই আমার অঙ্গিকার।
রবি নজরুল সুকান্ত বলে
বাংলা বাঙালি সবার।

 

হাজার বছরের বাঙালি মোরা
দেশে বর্তমানে হাসিনা সরকার।
গ্রীনিজ বুকে রেকর্ড হলো
বঙ্গবন্ধু মুজিব বিশ্বের সবার।

 

গাই মোরা বাংলাদেশের গান
মুক্তিযোদ্ধাদের করিও সর্বত্র সম্মান।
ভাষা থেকে বাংলাদেশের স্বাধীনতা
মুজিব বাংলা বাঙালির ত্রাতা।

 

লেখক : কবি ও সাংবাদিক


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com