সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় ও শেষ দিনে সিলেট নগরীতে একটি ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা।
সোমবার (২০ নভেম্বর) সকালে নগরীর মেন্দিভাগ এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে বিক্ষুব্ধ কর্মীরা ট্রাকটির উপর হামলা চালায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।
এছাড়া মহানগরীর পাঠানটুলা এলাকায় ঝটিকা মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। পরে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা। অন্যদিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
এদিকে হরতালের শেষ দিন সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশাসহ যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক ছিলো। আন্ত:উপজেলা সড়কে স্বল্পসংখ্যক বাস চলাচল করলেও সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন জরুরি কাজে চলাচলকারী যাত্রী সাধারণ। এদিন মহাসড়কে জরুরি খাদ্যপণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে।
তাছাড়া হরতালের কারণে নগরীর ছোট ছোট দোকানপাট খোলা থাকলে বন্ধ ছিল শপিংমল ও বিপনি-বিতাণ। স্থানীয় হাটবাজারগুলোতে স্বাভাবিক দিনের মতো খুলেছে দোকানপাট। জনজীবনও রয়েছে অনেকটা স্বাভাবিক।
এদিকে হরতালের নামে নগরজুরে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আগে থেকেই হরতাল অবরোধের নামে সিলেট মহানগরীতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে ছিলো সিলেট মেট্রোপলিটন পুলিশ।
যেকোনও ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ৬ থানার ওসিদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার। যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুমের ০১৩২০০৬৯৯৯৮ এই নম্বরে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে বলা হয়।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি