রাজন হত্যা মামলায় কামরুলসহ ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫

রাজন হত্যা মামলায় কামরুলসহ ৪ জনের ফাঁসি
fashi
সুরমা মেইলঃ সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলমাসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত বাকি ৩ জন হচ্ছে জালালাবাদ থানার পীরপুর গ্রামের মৃত মব উল­াহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল­াহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮)। তন্মধ্যে পাভেল পলাতক রয়েছে।এদিকে আলোচিত এই হত্যা মামলায় পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নূর মিয়া (২০) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রধান হোতা  কামরুল ইসলামের মেজো ভাই মুহিদ আলম (৩২), বড়ভাই আলী হায়দার ওরফে আলী (৩৪) ও ছোটভাই শামীম আলমকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

এছাড়া মামলায় ফিরোজ আলী, আজমত উল্লাহ ও রুহুল আমিনকে খালাস প্রদান করা হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসনে মৃধা এই রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com