রাস্তায় লিফলেট বিতরন করছেন প্রভা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৫

রাস্তায় লিফলেট বিতরন করছেন প্রভা

provabg_457409732
সুরমা মেইলঃ শহরের মোড়, যানজট, বাস কিছু মানুষের জীবিকা হয়ে ওঠে। সায়রা তাদের একজন। সে সুন্দরী, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পায়ে সাধারণ স্যান্ডেল, শরীর ঢাকা বোরকায়। সায়রার হাতে থাকে দাওয়াখানার লিফলেট। বাস থামলে ওগুলো জানলা দিয়ে গুঁজে দেয়। এটাই তার কাজ।
নাটকের নাম ‘লিফলেট’। প্রভার এই নতুন চরিত্র, তাকে নিয়ে নতুন এ গল্প যিনি বলেছেন ক্যামেরার মাধ্যমে, তিনি সেরনিয়াবাত শাওন। নির্মাতা মাহমুদ দিদারের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন। চিত্রনাট্যও লিখেছেন মাঝে মধ্যে। নাটক ‘লিফলেট’ দিয়েই শুরু করলেন পরিচালনা।

এ নাটকে আব্দুল ওয়াহেদ হয়ে আছেন শ্যামল মাওলা। আর ‘ভন্ড হেকিম’ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। পরিচালক জানিয়েছেন, ‘লিফলেট’ প্রচার হবে এনটিভিতে।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com