সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সুরমা মেইলঃ দীপিকা পাড়ুকোনের জীবনে যেন এখন একটাই শব্দ ‘রণবীর’! কেন জানেন কি? এক দিকে প্রাক্তন প্রেমিক রণবীর কপূর ‘তামাশা’র শুটিংয়ের শেষ দিনে দীপিকার সঙ্গে আর দেখা হবে না বলে কেঁদেই ফেললেন! আবার অন্য দিকে রণবীর সিংহও মন দিয়েছেন নায়িকাকে। পুনেতে তাদের আসন্ন ছবি ‘বাজিরাও মস্তানি’র গান মুক্তির অনুষ্ঠানে সকলের সামনে তিনি বলেই ফেললেন, ‘‘দীপিকা এত সু্ন্দর..আমি সারা জীবন ধরে ওর জন্য অপেক্ষা করব।’’ এমন ডাকেও কি সাড়া না দিয়ে থাকতে পারবেন দীপিকা?
রণবীর-দীপিকার এই সম্পর্ক নিয়ে ইদানিং বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এক রণবীরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর আরও এক রণবীরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ‘পিকু’। যদিও প্রকাশ্যে এখনও কিছু স্বীকার করেননি তিনি। বরং মুচকি হেসে বলেন, ‘‘রণবীর মানুষ হিসাবে খুব ভালো।’’ এর আগে ‘রামলীলা’য় একসঙ্গে কাজ করেছিলেন রণবীর-দীপিকা জুটি। দীপিকার কথায়, মানুষ হিসাবে রণবীর আগের মতই আছেন। তবে অভিনেতা রণবীর বদলে গেছেন অনেকটা। অনেক পরিণত হয়েছে তার অভিনয়।
‘বাজিরাও মস্তানি’র যে গানটি প্রথম মুক্তি পেল তা ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। তাই মুক্তির সময় হিসেবে গণেশ চতুর্থীকে বেচে নেওয়া হয়েছে। সুখবিন্দর সিংহের গানে এবং বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে রিল-লাইফে জমিয়ে দিয়েছেন রণবীর-দীপিকা। রিয়েল লাইফেও তারা জুটি হিসেবে থাকবেন কিনা এখন সেটাই দেখার।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি