রিয়াদ থেকে সিলেট সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৫

রিয়াদ থেকে সিলেট সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু

সুরমা মেইলঃ বাংলাদেশ কমিনিউটির বিশেষ ব্যাক্তিত্ব বাংলদেশ পণ্য আমদানী কারক সমিতির এন,আ্‌র,বির সভাপতি ও সৌদী আরব জালালাবাদ এসোসিয়েশনর উপদেষ্টা জনাব কাপ্তান হোসেন প্রবাসীদের সমস্যার পাশাপাশি রিয়াদ থেকে সিলেট সরাসরি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চালুর ব্যাপারে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য বিমান ওপর্যটণ মন্ত্রনালের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্য মন্ত্রী কর্ণেল ফারুক খান,সংসদীয় দলের প্রধান ও সাবেক পররাষ্ট মন্ত্রী ডাঃ দীপু মণি ও বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দীন এম,পির দৃষ্টি আকর্ষন করে সিলেট বাসীর পক্ষ থেকে রিয়াদ-সিলেট বিমানের ফ্লাইট চালুর ব্যাবস্হা গ্রহনের বিনীত অনুরোধ জানান।প্রতি উত্তরে সাংসদ মহোদয় গন আসস্হ করেছেন যে রিয়াদ সিলেট সরসরী একটি ফ্লাইট চালুর যথাযত ব্যাবস্হা করবেন।এ ব্যাপারে জনাব কাপ্তান হোসেন বিমানের সাথে সংলিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং বাংলদেশ দূতাবাসের উদ্যেগে অনুষ্টনটি আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস কে ধন্যবাদ জানান ।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা জনাব আবু তাহের আহমেদ কবির ও মাহতাব উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com