সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৫
সুরমা মেইলঃ বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি এবং তা হচ্ছে চীন থেকে জেলে নৌকায় করে মানুষ পাচার হয়ে ই্উরোপের পথে যাত্রা শুরু করছে। ফ্রনটেক্সের তদন্তে দেখা গেছে ইরিত্রিয়া থেকে লিবিয়া যেতে সুদান হয়ে পথ পাড়ি দিয়ে আসছে অনেক অভিবাসী। এমনকি ঘানা, বুরকিনা ফাসো ও নাইজার হয়েও লিবিয়া পর্যন্ত আসছে মানুষ। এরপর লিবিয়া থেকে ইতালি সামান্য দূরের পথ মনে হচ্ছে তাদের কাছে।
ফ্রনটেক্সের মুখপাত্র ইসাবেলা কুপার বলেন, চীন থেকেও ভূমধ্যসাগরে জেলে নৌকায় আদম পাচার হয়ে আসছে এমন প্রমাণও রয়েছে তাদের হাতে। অস্ত্রের মুখে আদমপাচারকারীর অনেক জেলে নৌকাকে বাধ্য করছে মানব পাচারে জড়িত হতে। লাভজনক মনে হলেও জেলেরা পেশা পাল্টে ফেলছেন এমন নজিরও রয়েছে। এই যখন পরিস্থিতি তখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা মনে করছেন আগামী নভেম্বরে মাল্টায় যে আদম পাচার রোধে সম্মেলন হতে যাচ্ছে সেখানে আফ্রিকার নেতৃবৃন্দের সঙ্গে এ নিয়ে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া সম্ভব হবে। ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক বলেছেন, আদম পাচার রোধে কিছু দেশের সঙ্গে একটা সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এখন অনিবার্য হয়ে পড়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি