শাহরুখকে ভেঙচি কাটলেন আমির!

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৫

শাহরুখকে ভেঙচি কাটলেন আমির!
n3
সুরমা মেইলঃ শাহরুখ খানের ডায়লগকে মজা করে বলে ভেঙচি কাটলেন  আমির খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’- সিনেমায় শাহরুখের বিখ্যাত ডায়লগ ‘পালাট’-কে নকল করলেন তিনি।
‘পালাট’ ডায়লগের সূচনা ডিডিএলজে সিনেমায়। কাজল তাকে ভালবাসেন কিনা পরীক্ষার জন্যই শাহরুখ বলেছিলেন, যদি কাজল তাকে ভালবাসে তাহলে পিছনে ফিরে তাকাবে। সেখান থেকে তৈরি এই ডায়লগের।
এক সংস্থার প্রচারে গিয়ে মজা করে এক মহিলাকে উদ্দেশ্য করে আমিরও বলেন ‘পালাট’। হুবহু শাহরুখ খানের স্টাইলে। কিন্তু এতে কোনো কাজ হয়নি।
সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com