শ্রমিকরাও মানুষ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ১, ২০২৩

শ্রমিকরাও মানুষ

সুনির্মল সেন :
শ্রমিক নহে ওরা মানুষ
হোক মানুষ বলে গণ্য,
শ্রমিকের মজুরির পরে বসুক
আর একটা শূন্য।

শ্রমিকদের পাওনা দিতে
গরিমসি ঠিক না,
বুঝতে হবে মহাজনদের
এটা কোনো ভিক্ষা না।

মজুরি শোধ করতে হবে
ঘাম শুকানোর আগে,
শ্রমিক যেন কষ্ট না পায়
কিম্বা ফোঁসে বাগে।

ন্যায্য অধিকারে শ্রমিকদের
কাটা-ছেঁড়া ঠিক না,
শোষণ-পীড়ন বন্ধ করে
নৈতিকতা শিখ্ না।

কুলি-মজুর শ্রমিক ওদের
দাস যাবে না ভাবা,
দাও ফিরিয়ে স্বাধীনতা
থামাও কালো থাবা।

লেখক : কবি ও সাংবাদিক।


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com