সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সিলেট :
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এবং চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স কমিটির আহ্বায়ক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী দৃঢ়করণ; চোরাচালান প্রতিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিভিন্ন সংস্থার চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণী পর্যালোচনা এবং এ সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

 

এতে উপজেলা ও ইউনিয়ন চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সম্পর্কে বলা হয়- সীমান্তে চোরাচালান প্রতিরোধে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিজিবি ও কাস্টমসের সমন্বয়ে নিয়মিত সভা করা হয়। এ কমিটির বাস্তবায়ন অগ্রগতি শতভাগ উল্লেখ করে বলা হয়- সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সিলেট বিভাগের সীমান্তবর্তী ১৯টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলায় এবং সিলেট বিভাগের সীমান্তবর্তী ৬৪টি ইউনিয়নের মধ্যে সবকয়টিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলা টাস্কফোর্সের যথাক্রমে পাঁচটি অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষ টাকা মূল্যমানের দ্রব্যাদি ও সাতটি অভিযান পরিচালনা করে প্রায় ১৭ হাজার টাকা মূল্যমানের দ্রব্যাদি এবং দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ দুই মাসে কুলাউড়া ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ও চলন্ত ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান এবং মোবাইল কোর্ট সংক্রান্ত ১৬২টি অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট। তবে কোন মালামাল পাওয়া যায়নি। বন বিভাগ ২১টি অভিযান পরিচালনা করে কোন বনজদ্রব্য পায়নি।

 

চোরাচালান প্রতিরোধে পরিচালিত (সকল সংস্থার) অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণী পর্যালোচনাতে বলা হয় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ৯ হাজার ৬৫৬টি অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৪ কোটি টাকা মূল্যমানের দ্রব্যাদি, ৩০৩ জন ব্যক্তিকে আটক ও ৯ হাজার ৫৬৯টি অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার ৫৭৭ কোটি টাকা মূল্যমানের দ্রব্যাদি এবং ১৫৮ ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

মাদক বিরোধী যৌথ অভিযান এবং মোবাইল কোর্ট বিবরণী পর্যালোচনাতে বলা হয়- সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ৪ হাজার ৫৪৬টি অভিযান পরিচালনা করে ২ কোটি ৪৪ লক্ষ ৯২ হাজার ৭৮৪ টাকা মূল্যমানের দ্রব্যাদি, ২২৮ জন ব্যক্তিকে আটক, ২১৮টি মামলা দায়ের ও ৪ হাজার ৫০২টি অভিযান পরিচালনা করে ২ কোটি ৯ লক্ষ ৪২ হাজার ৮২৫ টাকা মূল্যমানের দ্রব্যাদি, ১৬৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ২২৪ টি মামলা দায়ের করা হয়েছে।

 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সঞ্চালনায় আঞ্চলিক টাস্কফোর্স সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি সিলেট হাইওয়ে রেঞ্জ, জেলা প্রশাসক সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, পুলিশ সুপার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ও এর আওতাধীন চার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com