সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

সুরমামেইল প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে সিলেটে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। তবে সকালে হরতালের সমর্থনে জিন্দাবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর পুলিশ পথ ছেড়ে দিলে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জিন্দাবাজার এলাকার সমবায় ভবনের সামনে এ ঘটনা ঘটে। এদিকে বাম জোটের হরতাল ও বিএনপির ডাকা অবরোধে সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল কম দেখা গেছে। দূরপাল্লার বাসও সিলেট ছেড়ে যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা আজ সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সকাল পৌনে ৯টার দিকে তারা সেখান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি চৌহাট্টা এলাকা ঘুরে জিন্দাবজার হয়ে বন্দরবাজার এলাকা হয়ে ফেরার পথে জিন্দাবাজার এলাকার সমবায় ভবনের সামনে একদল পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বললে পুলিশ পথ ছেড়ে দেয়। এরপর মিছিলটি আবারও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।

 

এদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com