সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মাদক মামলায় মো. দিলাল উদ্দিন (২৭) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই যুবক গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধি ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে আটক করে র‌্যাব। পর দিন ২৩ জুলাই র‌্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে একমাত্র দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করা হয় এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

 

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর নিজাম উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন মো. মঞ্জুর কাদির।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com