সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
কানাইঘাট প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।
শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মী জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দলীয় মনোনয়ন মাসুক উদ্দিন আহমদ। পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে থাকার কারনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। পরে এ আসন থেকে দশম সংসদ নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী সেলিম উদ্দিনকে মহাজোটের প্রার্থী করা হলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তবে মাসুক উদ্দিন আহমেদ সব-সময় দলের তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সব-সময় কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের পক্ষে জনমত গড়ে তুলতে অধ্যবধি পর্যন্ত মাঠে ময়দানে তিনি সক্রীয় রয়েছেন।
মাসুক উদ্দিন আহমদের অনুসারী নেতাকর্মী থেকে শুরু করে দলের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠায় আওয়ামীলীগের বিভিন্ন দুঃসময়ে দলের কান্ডারী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিলেট-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রদানের মাধ্যমে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সিলেট-৫ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
(সুরমামেইল/এমআর)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি