সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক :
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (২০ নভেম্বর) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

রোববার (১৯ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরের বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা, মজুমদারী, সৈয়দ মগনী, চৌকিদেখী রাস্তার পশ্চিম পাশ, লাক্কাতুরাস্থ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সাময়ীক এ অসুবিধার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com