‘স্বভাব চরিত্র ভালো চাই’

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

‘স্বভাব চরিত্র ভালো চাই’

সুনির্মল সেন :
স্বার্থপরদের আচরনে দুঃখের চাপ,
স্বার্থ পুরালে বলে আমি তার বাপ।
গরু ঘাস খায় দুধ দেয়,
সাপ দুধ খায় বিষ ঢালে!

 

একই রকম কতিপয় মানুষ
কোনো প্রতিদান ছাড়াই
অন্যের উপকার করে,
আবার কিছু লোক সুবিধে নিয়ে
উপকারির বদনাম করে!

 

আসলে স্বভাব চরিত্র আর,
আচরনের উপরই নির্ভর
করে সকল কিছু।

 

লেখক : কবি ও সাংবাদিক


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com