সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৫
সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলীয় মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটন রাজনীতির ময়দানে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট পারঙ্গম। এখন দেখা যাচ্ছে শুধু রিপাবলিকানরাই যে তার ভয়ে তটস্থ থাকেন তা নয়, তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এর চেয়েও ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। হিলারির মারধরে রীতিমতো রক্তাক্ত হতে হয় ক্লিনটনকে। ঘরের দরজা বন্ধ করে স্বামীকে পেটানোর অভ্যাস রয়েছে সাবেক এ ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রীর। নিজের কর্মীরা, এমনকি সিক্রেট সার্ভিসের সদস্যরা পর্যন্ত তটস্থ হয়ে থাকেন হিলারির ভয়ে। নতুন একটি বইয়ে হিলারির ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন অবিশ্বাস্য তথ্য উপস্থাপন করা হয়েছে। খবর মেইল অনলাইনের।
রিপাবলিকান বিভিন্ন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে কাজ করা রজার স্টোনের দাবি, হিলারির এ অভ্যাস সম্পর্কে বিভিন্ন বইয়ে উল্লেখ আছে। ক্লিনটন আমলের হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি দি দি মায়ারস ১৯৯৯ সালে প্রকাশিত এক বইয়ে দাবি করেছিলেন তিনি ক্লিনটনের ঘাড়ে আঁচড়ের দাগ দেখেছিলেন। তিনি দাবি করেন, কেউ তার সঙ্গে সহমত না হলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন হিলারি এবং প্রতিহিংসামূলক বিদ্বেষ পোষণ করেন।
ক্রিস্টোফার অ্যান্ডারসেনের ‘আমেরিকান ইভিটা :হিলারি ক্লিনটন’স পাথ টু পাওয়ার’ বইয়ে দাবি করা হয়, মনিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের যৌন সম্পর্কের খবর প্রকাশের পর ক্ষুব্ধ হিলারি স্বামীকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছিলেন। এ বইয়ে বলা হয়, ক্লিনটনের দিকে হিলারি বই ও ছাইদানি ছুড়ে মেরেছিলেন। ক্লিনটনকে হিলারি একবার এত জোরে চড় মেরেছিলেন যে, তিনি ঘর থেকে বেরোনোর পর তার মুখে লাল দাগ দেখা গিয়েছিল।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি