হাতির মল দিয়ে দামি কফি!

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৫

হাতির মল দিয়ে দামি কফি!

hati

সুরমা মেইলঃ খবরটি রীতিমতো আঁৎকে ওঠার মতো। অনেকের কাছে কফি প্রিয়। কিন্তু সেই কফি নাকি তৈরি হয় হাতির মল দিয়ে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলে উৎপাদন করা ব্ল্যাক আইভরি কফি বিশ্বের সবচে’ দামি কফি।

এই কফি বানানো হয় বিচিত্র পদ্ধতিতে। প্রথমে হাতিকে কফির ফল খাওয়াতে হয়। ফল হজম হয়ে মল ত্যাগ করতে হাতির সময় লাগে ১৭ ঘণ্টা। এরপর শ্রমিকরা সেই মল থেকে কফির বীজগুলো সংগ্রহ করে। বীজ সংগ্রহ হয়ে যাবার পর কারখানার নির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি এবং সুস্বাদু ব্ল্যাক আইভরি কফি। এক কেজি কফি পাওয়ার জন্য হাতিকে প্রায় ৩৩ কেজি কফি ফল খাওয়াতে হয়।

মাত্র এক কিলোগ্রাম ব্ল্যাক আইভরি কফির দাম প্রায় ১২০০ মার্কিন ডলার। তবে এর উৎপাদন খুবই সীমিত। পৃথিবীর হাতে গোনা কয়েকটি নামী রেস্টুরেন্টেই এই কফি পাওয়া যায়। তাও আবার এক কাপ কফি খেতে কমপক্ষে ৫০ মার্কিন ডলার খরচ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com