হেলাল খানের বিরুদ্ধে যৌতুকের মামলা!

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৫

হেলাল খানের বিরুদ্ধে যৌতুকের মামলা!

helal

সুরমা মেইল. বিনোদন ডেস্কঃ  বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম)আদালতে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক হেলাল খানের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী সংগীতশিল্পী উমা খান।

উমা খানের আইনজীবী হাবিবুর রহমান জানান, মুখ্য মহানগর হাকিম অমিত কুমার দে উমা খানের জবানবন্দি নিয়েছেন। এরপর আগামী ৩ জানুয়ারি হেলাল খানকে আদালতে হাজিরের নির্দেশ দেন।

এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি টেলিকম ব্যবসায় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির হেলাল খান।

অভিনেতা হিসেবে বড় পর্দায় হেলাল খানের অভিষেক হয় হাফিজ উদ্দিন পরিচালিত ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বাজিগর’, ‘সাগরিকা’,  ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘জুয়াড়ি’সহ বেশ কিছু ছবিতে অভনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ছবি প্রয়োজনাও করেন হেলাল খান। তার

প্রযোজিত ছবিগুলোর মধ্যে  ‘হাছন রাজা’ ২০০২ সালে সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে পুরস্কার পায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com