২০ বছরের পুরনো জুতো পরেই নাকি খুশি সাল্লু ভাই

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৫

২০ বছরের পুরনো জুতো পরেই নাকি খুশি সাল্লু ভাই

salmankhan-10facts-big

সুরমা মেইলঃ রুপালি পর্দায় তিনি হিরো। কিন্তু রিয়েল লাইফে ‘হিরো’-সুলভ চালচলন নেই তাঁর। সেখানে নাকি একেবারে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। ১৫ বছরের পুরনো জিন্‌স বা ২০ বছরের পুরনো জুতো পরেই নাকি খুশি নায়ক! তিনি সালমান খান। আর এই দাবি করেছেন সালমান স্বয়ং। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ‘স্টারডম’কে বিশেষ পাত্তা দেন না। আত্মীয়-বন্ধুদের সঙ্গে তাঁর ব্যবহার মোটেই তারকা সুলভ নয়। তাই পেশার খাতিরে কোটি কোটি টাকা পারিশ্রমিক পেলেও তা নাকি নিজের শখ-আহ্লাদ মেটাতে খরচ করেন না ‘ভাইজান’। ৫৫০ টাকা দিয়ে কেনা ১৫ বছরের পুরনো জিন্‌স এখনও স্বচ্ছন্দে পরেন তিনি। কেরিয়ারের শুরুতে কেনা পুরনো জুতো পরলেও তাঁর ‘স্টার’ ইমেজের কোনও ক্ষতি হয় না!

আপাতত তাঁর আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র শুটিং করছেন সলমন। এর মধ্যেই মুম্বইয়ের কারজাত স্টুডিওতে তাঁর প্রযোজিত ছবি ‘হিরো’র স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। সে খানে ছবির নায়ক-নায়িকা সূরয পাঞ্চোলি এবং আথিয়া শেট্টির সঙ্গে হাজির ছিলেন তাঁদের অভিনেতা বাবারাও।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com