অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়েছে মিয়ানমার

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৮

অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়েছে মিয়ানমার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে নিজেদের অংশে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বাড়তি সেনা মোতায়েন ও গুলির্বষণ করেছিল বলে জানিয়েছে মিয়ানমার। মিয়ানমার সীমান্ত পুলিশ আরো জানিয়েছে, ভবিষ্যতে সীমান্তবর্তী এলাকায় ফাঁকা গুলিবর্ষণের আগে বাংলাদেশকে অবহিত করবে। বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়েছে দেশটি।

শুক্রবার বেলা সোয়া ৩ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পয়েন্টে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক শুরু হয়। এতে অংশ নেয় দুই দেশের পক্ষ থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে বৈঠক শেষ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আহসান খাঁন।

তিনি আরো বলেন, ‘মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী পুলিশ বিজিবির কাছে প্রশ্ন করেছে, সীমান্তে বাংলাদেশ কেন সিসি ক্যামেরা স্থাপন করছে। জবাবে আমরা জানাই, এটা মিয়ানমারকে টার্গেট করে সিসি ক্যামরা বসানো হয়নি, আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই সিসি ক্যামরা বসানো হয়েছে।’ সীমান্ত এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শূন্যরেখায় থাকা রোহিঙ্গারাও ভালো আছে।

মঞ্জুরুল আহসান খাঁন বলেন, ‘তুমব্রু সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারী রোহিঙ্গাদের যে কোনও সময় নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী পুলিশ (বিজিপি)।’ দুই দেশের কূটনৈতিক পক্রিয়া শেষ হলে তাদের ফিরে নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে শুক্রবার সকালে বান্দরবান উপজলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আহসান খাঁন, বান্দরবান লামা উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com