আরও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

আরও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৪ আগস্ট) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

 

জানা যায়, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কালোপীর বাজার মেসার্স ফিরোজ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, এবং মেসার্স আবিদ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।



ওইদিন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com