কমার এক সপ্তাহেই বাড়ল সোনার দাম

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

কমার এক সপ্তাহেই বাড়ল সোনার দাম

সুরমামেইল ডেস্ক :
দাম কমার এক সপ্তাহের মধ্যেই ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরি প্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে।

 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

 

এতে বলা হয়, সোনার নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা আগে ছিল ৯৭ হাজার ১৬১ টাকা। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে গত ১০ এপ্রিল সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়েছিল। তখন ভালো মানের সোনা ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com